এডিশন ডেস্কঃ
যশোরের বাঘারপাড়ায় গত ২ অক্টোবর কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আয়ুব মন্দিরে মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নারীদেরকে শাড়ি উপহার প্রদান করেছেন।
তিনি দূর্গা পূঁজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়েছেন। বাঘারপাড়ার সকল মন্দিরে মন্দিরে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সংগে শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়া তার পক্ষ থেকে বাঘারপাড়ার বিভিন্ন পূঁজা মন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারীদেরকে শুভেচ্ছা সরূপ সাদার উপর লাল পাড়ের শাড়ি উপহার প্রদান করা হয়েছে।
বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান জানিয়েছেন যে, পূঁজা শুরু হতে বিসর্জনের দিন পর্যন্ত সাড়ে সাতশত শাড়ি উপহার প্রদান করা হয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ার টিএস আয়ুব এর পক্ষ থেকে পূঁজা পরবর্তী আরও অনুষ্ঠানের আয়োজন করা হবে, যা এই মুহূর্তে প্রকাশ করা হবে না। যথাসময়ে এলাকাবাসী দেখতে পাবেন।