এডিশন ডেস্কঃ
শারদীয় দুর্গোৎসব-২০২৫ এর প্রতিমা নিরঞ্জন উপলক্ষে কোতয়ালী থানাধীন লালদিঘী পাড়ে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি যশোর জেলা শাখার আয়োজনে পৌর এলাকার দুর্গা প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলার সার্বিক নিরাপত্তা তদারকিসহ প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান পরিদর্শন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।
পুলিশ সুপার মহোদয় প্রথমেই উপস্থিত সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানান।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় ওয়াচ টাওয়ারে বসে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা তদারকি করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম মহোদয়, পুজা উদযাপন কমিটি যশোর জেলা শাখার নেতৃবৃন্দ, জেলা পুলিশ যশোরের অন্যান্য অফিসারবৃন্দ।