এডিশন ডেস্কঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার এগারোখান অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আজ ৩ অক্টোবর সন্ধ্যায় এগারোখান ডেভেলপমেন্ট ফোরামের (ইডিএফ) উদ্যোগে সংগঠনটির স্থায়ী কার্যালয়ে ও অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন একই অঞ্চলের প্রাক্তন শিক্ষার্থী গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক (অব.) ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার।
বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্বিনী কুমার দাসের সভাপতিত্বে এদিন শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিবন্ধকতা ও করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারি পরিচালক ডাঃ সঞ্জয় কুমার পাঠক, খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ বিধান চন্দ্র গোস্বামী, মৃত্তিকা গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস, কৃষি ব্যংকের সাবেক ডিজিএম ঘনশ্যাম মজুমদার, জনতা ব্যংকের সাবেক ডিজিএম দুলাল চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী অলোক কুমার রায়, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ বিশ্বাস, দন্ত বিশেষজ্ঞ ডাঃ আশীষ কুমার বিশ্বাস, ডাঃ অলোক বাগচীসহ বিভিন্ন প্রাথিমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক ও এগারোখানের অভিভাবকবৃন্দ।
আলোচনায় শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের উদসীনতা, কর্মরত শিক্ষকদের কর্মে গাফিলতি, মোবাইল ফোন ও সামজিক বন্ধন না থাকাকে দায়ি করেন বক্তারা। এর থেকে পরিত্রাণ পেতে প্রাথমিক পর্যায়ে তিনটি প্রাথমিক (কমলাপুর, ঘোড়ানাছ ও বাকড়ী) বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়কে (বাকড়ী) মডেল ধরে কাজ করতে চান এ অঞ্চলের সাবেক কৃতি শিক্ষার্থীরা। এরজন্য প্রত্যেকটি বিদ্যালয়ে নিয়মিত পরিদর্শণ ও সমস্যা চিহ্নিত করতে একাধিক কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের স্বপ্ন দেখতে বিভিন্ন কর্মপন্থা ও তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কারেরও ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সবাই।