খুলনা এডিশন::
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মরিয়ম নামের ১০ বছর বয়সী এক শিশু।
আজ শনিবার (০৪ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব পালংপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম নিজ বাড়ির পাশে একটি বীটারের গাছে উঠেছিল। হঠাৎ পড়ে গিয়ে তার পেটের মাঝখান ছিদ্র হয়ে একপাশ দিয়ে গাছের ডাল ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দুর্ঘটনায় শিশুটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এডিশন ডেস্ক/২০২৫০০১