খুলনা এডিশন::
রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক সাংবাদিক জিল্লুর রহমান মনে করেন, জামায়াতে ইসলামীর দলীয় লোগো পরিবর্তনের বিষয়টি তাদের জন্য বিবর্তনের সুযোগ হলেও, এই বিবর্তনকে বিশ্বাসযোগ্য করতে হলে নীতিগত অবস্থানের স্বচ্ছতা এবং মানবাধিকারের অকাট্য নিশ্চয়তা প্রয়োজন।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।
জিল্লুর রহমান বলেছেন, ‘১৯৭১’র ভূমিকার দায় অস্বীকার করে শর্তযুক্ত কথায় সেরে দিলে, ইতিহাসের ক্ষত সারে না। গণতন্ত্র মানে সংখ্যার জয় নয়, ইতিহাসের সঙ্গে ন্যায়সঙ্গত সমঝোতা। নৈতিক দায় স্বীকার, ভিকটিমদের প্রতি ন্যায়— এসব ছাড়া ক্ষমতার বৈধতা আসে না। আবার এটিও সত্য রাজনৈতিক ময়দানে যেকোনো দলের বিবর্তনের সুযোগ থাকা চাই।
কিন্তু সেই বিবর্তন বিশ্বাসযোগ্য করতে হলে নীতিগত অবস্থানের স্বচ্ছতা, মানবাধিকার ও সংখ্যালঘু, নিরাপত্তার প্রতিশ্রুতি, নারী-পুরুষ সমতার অকাট্য নিশ্চয়তা এবং আইনের শাসনের প্রশ্নে অনড় থাকার প্রমাণ লাগবে। শুধু লোগো পাল্টে বা নির্বাচনী কৌশল বদলে গণতান্ত্রিক হওয়া যায় না
এডিশন ডেস্ক/২০২৫০০১