1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক নিরাপত্তা-সচেতনতা বৃদ্ধিকল্পে কেএমপি’র টি-শার্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: -ডা. শফিকুর রহমান জাকির নায়েক কেন বাংলাদেশে আসছেন না? ইয়াছিনকে ধানের শীষ না দিলে বিএনপি ছাইড়া জামায়াতে যোগ দিমু বাংলাদেশ ব্যাংক ভেঙে দিল ৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড তালায় বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদান রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধে দুই ভাই হত্যা: আসামির চাচাতো ভাই গ্রেফতার সাতক্ষীরার কালেরডাঙ্গার ফজলুর রহমানের জন্য ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দের দোয়া বাগেরহাটে স্কুলের দেয়াল ধসে ছাত্র নিহত: বিক্ষোভে ফেটে পড়ল সহপাঠীরা

বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এম ইদ্রিস আলী, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা)
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

এডিশন ডেস্কঃ 

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। রবিবার (৫ অক্টোবর) এ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসন। দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর  প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় বিষয়ে কন্টেন্ট উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হোসেন,  সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড.মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আমানুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকতার একাল-সেকালের বর্ণনা তুলে ধরে শিক্ষকের মর্যাদা রক্ষায় একটি ‘কমপ্লিট এডুকেশন পলিসি’ প্রনয়ণপূর্বক তা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের সম্মান ও মর্যাদা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করে বলেন—শিক্ষক হলেন সেই মোমবাতি, যিনি নিজে জ্বলে অন্যকে আলো দেন।
এই দিনে আমরা মাথা নত করি সেই সব শিক্ষক-গুরুজনের প্রতি, যাঁদের ত্যাগ, মমতা ও জ্ঞানের ঋণ কোনোদিন শোধ করা যায় না।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আরও বলেন, সহযোগিতামূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অপরিহার্য।
সরকারি ও বেসরকারি পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দুর করে সমতা ফিরিয়ে আনার প্রতি সরকারের কাছে দাবি জানান বক্তারা। শিক্ষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়। শিক্ষা জাতীয়করণের দাবি তুলে ধরে বক্তারা অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষক নেতারা। এসময় কোচিং সেন্টার ও নোট-গাইড পরিহার করে শিক্ষক ও শিক্ষার্থীর শতভাগ হাজিরা নিশ্চিত করার তাগিদ দেন। এছাড়া বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন—কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মারুফ কবির, সহযোগী,কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর, কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান। নির্বাচিত গুণী শিক্ষকরা এ সময় তাদের অনুভূতি প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট