এডিশন ডেস্ক::
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির অপরাধে তিনজনকে আটক ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই সময় ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী হাকিম মো. রায়হান-উজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ইউএনও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ জব্দসহ তিনজন বিক্রেতাকে আটক করা হয়। তাদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ মাছ ৬টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।