খুলনা এডিশন:
সাতক্ষীরা জেলার সদর উপজেলার লস্কর পাম্প হতে ১০০ গজ দূরে ইঞ্জিনচালিত ট্রলির চাকা বাস্ট হয়ে হেল্পার অসীম দাস (২৪) নিহত হয়েছে। নিহত হেল্পার অসীম দাস উপজেলার কুশাখালী গ্রামের গুরুপদ দাসের পুত্র।
৫ অক্টোবর শনিবার আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকার সময় উপজেলার ছয়ঘড়িয়া সাকিনস্থ লস্কর পাম্প হইতে অনুমান ১০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর কাঠবহনকারী একটি টলি মাদবকাঠি হতে শহরে আসার পথে উক্ত টলির সামনের চাকা বাস্ট হয়ে রাস্তার ডান পাশে পড়ে গেলে উক্ত গাড়ির হেল্পার অসীম দাস (২৪) ঘটনা স্থলে মৃত্যুবরণ করে।
ড্রাইভার গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত লাশের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন:-
সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
এডিশন ডেস্ক/২০২৫০০১