এডিশন ডেস্কঃ
খুলনার রূপসা প্রেসক্লাবে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। সঙ্ঘবদ্ধ চোরের দল প্রেসক্লাব ভবনের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে সোলার ব্যাটারি, রাউটারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শনিবার দিবাগত রাতের যে কোনো সময়ের মধ্যে এই চুরি সংঘটিত হয়। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাবের তালা খুলে ভিতরে প্রবেশ করলে নেতৃবৃন্দ চুরির বিষয়টি লক্ষ্য করেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমানকে অবহিত করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা ওসি (তদন্ত) আব্দুস সাত্তার, এসআই ইমরান খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য আব্দুল কাদের শেখ, সদস্য চিত্তরঞ্জন সেনসহ থানার পুলিশের একটি দল।
চুরির ঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চুরিকৃত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে।
এদিকে, সাংবাদিকদের পেশাগত সংগঠন রূপসা প্রেসক্লাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।