এডিশন ডেস্কঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশ জনগণের স্বার্থে খুলনা মহানগরীকে যানজটমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজ ০৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকালে নগরীর ডাক বাংলা মোড়, শান্তিধাম মোড়, ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে ও ময়লাপোতা মোড় এলাকায় ফুটপাতে বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণরূপে মুক্ত করা।
ফুটপাতগুলোতে সাইনবোর্ড ও অস্থায়ী দোকান স্থাপন করায় পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হয় যা সৃষ্টি করে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থার পরিবর্তন করতে কেএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানের নেতৃত্ব দেন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড সিপি) জনাব খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মোঃ মাহমুদ আলম এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মোঃ আশিকুর রহমান।