খুলনা এডিশন::
দেশের সর্ববৃহৎ শেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।
রবিবার বিকেলে বিপদ সীমার ১০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
সরিয়ে নেয়া হচ্ছে আশে-পাশের বসত বাড়িতে থাকা মানুষদের। ধারণা করা হচ্ছে পাহাড়ি ঢলের কারণে ভারত থেকে ছুটে আসা পানি এখন বিপদ সীমার ১০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে তিস্তার পানির চাপে রাস্তা ভেঙে হাতিবান্ধা, পাটগ্রাম, আদিতমারিসহ লালমনিরহাট এবং নীলফামারী এলাকার নিচু ভুমিগুলো ডুবে যাচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় আতংকিত এলাকার মানুষ ছুটোছুটি করছে নিরাপদে আছ্রয় নেয়ার জন্য। তিস্তা কর্তৃপক্ষ জানান রাত ১২ টা নাগাদ পানি বৃদ্ধি হতে পারে। আর তা এখন ভয়াবহ বন্যার রুপ নিচ্ছে। আরো কি পরমাণ পানি আসবে এমন তথ্য নেই পানি কর্তৃপক্ষের কাছে।