এডিশন ডেস্কঃ
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণের সময় নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারসহ ৪ দফা দাবিতে দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ।
আজ ৬ অক্টোবর (সোমবার) সকালে ব্যাংকটির আগারগাঁও শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক ও ইসলামী ব্যাংক আগারগাঁও শাখার গ্রাহক শাহ আজিজুর রহমান তরুণ দাবি করেন, নিয়োগপ্রাপ্তদের অনেকে গ্রাহকসেবায় অদক্ষ, দুর্ব্যবহার করেন এবং আঞ্চলিক ভাষায় কথা বলেন; যা দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্য সমস্যার। তাদের অবিলম্বে বহিষ্কার করে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করার দাবি জানান।

এছাড়াও ইসলামী ব্যাংকের গ্রাহক এস এম সাইফুল আলম দাবি করেন, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষকোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং সরকার কর্তৃক জব্ধকৃত অর্থ দিয়ে এস আলমের ডে দেন সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদের শেরেবাংলা নগর থানার পরিচালক তালিমুল ইসলাম হামিম বলেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় শুধুমাত্র চট্টগ্রাম জেলা থেকেই ৭,২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪,৫০০ জনেরও বেশি কর্মী শুধু পটিয়া উপজেলার বাসিন্দা। তাদের অভিযোগ, দেশের বাকি ৬৩টি জেলার চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে একটি বিশেষ জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দেওয়ার মাধ্যমে ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধ্বংস করা হয়েছে।