খুলনা এডিশন::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এগারোখানের বিভিন্ন বাজারগুলোতে হাতপাখার পক্ষে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর সাহেব মনোনীত যশোর-৪ আসনের জাতীয় সংসদ পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। উক্ত গণসংযোগ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলার সেক্রেটারি প্রভাষক মাওলানা ফজলুল করীম, জামদিয়া ইউনিয়ের সভাপতি আব্দুল ওহাব, সেক্রেটারি হাফেজ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
গণসংযোগ শেষে অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন বলেন, “আমি আপনাদের মাঝে এসেছি রাজনীতিক হিসেবে নয়, একজন প্রতিবেশী হিসেবে হিসেবে। আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমাদের দেশ ও আমাদের মাটি এক। ইসলাম আমাকে শিখিয়েছে ন্যায়, শান্তি ও সহাবস্থানের শিক্ষা। আমি নির্বাচিত হলে আপনাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় আমি সর্বদা কাজ করব। সে লক্ষ্যে আপনাদের একান্ত সহযোগিতা এবং সমর্থন চাই”