খুলনা এডিশন::
পাইকগাছা খাদ্য গুদামের গাছ প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সদরের শিববাটীস্থ পুরাতন গুদামের নিজস্ব জায়গায় জনসাধারণ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়। নিলামে মোট ১০ জন ক্রেতা অংশ নেয়।
অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মোঃ আনোয়ার মনোনীত হয়। নিলাম কার্যক্রম তদারকি করেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম। নিলাম পরিচালনা করেন খাদ্য অধিদপ্তর খুলনার সহকারী খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আবু তাহের, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, খাদ্য পরিদর্শক দেবলা শীল ও জিএম শাহেদুজ্জামান বাবু।
উল্লেখ্য পৌর সদরের ৯ নং ওয়ার্ডের শিবাবাটীস্থ খাদ্য অধিদপ্তর পুরাতন গুদামের পরিত্যক্ত জায়গায় অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন গুদাম ভবন নির্মাণের লক্ষ্যে ৬০ টি ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছ প্রকাশ্য নিলামে বিক্রয়ের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট খাদ্য অধিদপ্তর।