খুলনা এডিশন::
ভবদহ সমস্যার স্থায়ী সমাধান ও আমডাঙ্গা খাল খনন সহ ভবদহের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি পুরণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ করেছে।
৬ অক্টোবর বিকালে ভবদহ ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর ৮৮ যশোর ৪ অভয়নগর বাঘারপাড়া আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী গোলাম রসুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৯ যশোর ৫ মনিরামপুর আসনের জামায়াতের সংসদ প্রার্থী এ্যাড গাজী এনামুল হক, ৯০ যশোর ৬ কেশবপুর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কেশবপুর জামায়াতের আমীর মুক্তার হোসেন প্রমুখ। মনিরামপুর জামায়াতের আমীর ফজলুর রহমান সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত সেনাবাহিনীর মাধ্যমে ভবদহ সমস্যার সমাধান চায়। প্রধান অতিথি অভয়নগরের আমডাঙ্গা খাল খননের দাবী করেন। সকল বক্তারা ভবদহের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সহায়তার দাবি করেন। মুহু মুহু স্লোগানে সমাবেশ স্থল মুখোরীত ছিল।
উল্লেখ্য ভবদহ যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও খুলনা জেলার ফুলতলা, ডুমুরিয়া উপজেলার মানুষের মরণ ফাঁদ।।