এডিশন ডেস্কঃ
যশোরের অভয়নগরে খেলাফত মজলিসের উদ্যোগে দাওয়াত ও গণসংযোগের অংশ হিসেবে গত ৭ অক্টোবর (মঙ্গলবার) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার আমডাঙ্গা মোহাম্মদিয়া জামে মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আশেকে এলাহী।
এসময় উপস্থিত ছিলেন খিলাফত মজলিস নেতা মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব আব্দুল কাদের মুন্সী, আজাদ হোসেন, মাওলানা তরিকুল ইসলামসহ অন্যান্যরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, আমাদের উদ্দেশ্য মহান আল্লাহ কে সন্তুষ্ট করা। দ্বীন কায়েমের চেষ্টা করা আমাদের কাজ। যদি এতে সফল নাও হই তবুও কিয়ামতের ময়দানে আমরা যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি।