খুলনা এডিশন::
পাইকগাছায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে ” আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা পলাশ হিউবার্ট বিশ্বাস, দিপল বিশ্বাস, শিল্পী রায়, শিক্ষার্থী সৈয়দা তানহা জেরিন মৌ ও অপু রাণী মন্ডল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক বজলুর রহমান। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।