এডিশন ডেস্কঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন আজ বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি বলেন, “শিক্ষা ছাড়া জাতির মুক্তি নেই। ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থাই একটি আদর্শ সমাজ গঠনের ভিত্তি।”
অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিদর্শনকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সফর শেষে অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।