এডিশন ডেস্কঃ
যশোর অভয়নগরের বুইকরার আকুঞ্জিপাড়ায় অভয়নগর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সানজিদ আহমেদ (২ইবি) নেতৃত্বে গতকাল ৮ অক্টোবর রাত ১০.৫০ থেকে সকাল ৪.০০ টা পর্যন্ত যৌথ বাহিনীর সমন্বয়ে আপারেশন পরিচালনা করে।
যৌথ বাহিনীর আপারেশনে মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী লিপি বেগম( ৪৫) কে আটক করা হয়। আপারেশনে তার বাসা থেকে ১১পিস ইয়াবা ও ১০প্যাকেট ইয়াবা গুরা উদ্ধার করা হয়।
আসামি লিপি বেগমকে ও উদ্ধারকৃত মাদক পুলিশের কাছে হস্তান্তর করা হয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।