খুলনা এডিশন::
খুলনা মহানগরীর খালিশপু থানার হাউসিং বাজার এলাকায় সারোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ৯ অক্টোবর সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাউসিং বাজার এলাকার একটি গলিতে সারোয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসীর দাবি, একের পর এক খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতির দিকে যাচ্ছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, এ হত্যাকাণ্ডের পর খুলনা নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ সন্ধ্যার পর রাস্তায় চলাফেরা কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।