খুলনা এডিশন::
৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর ২০২৫ (সোমবার) পার্বত্য জেলা বান্দরবানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের আহ্বান জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, পার্বত্য অঞ্চলের জনগণের ন্যায্য অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতসহ মোট আটটি দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এদিকে হরতাল সফল করতে বিভিন্ন স্থানে উঠান বৈঠক, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। পার্বত্য নাগরিক পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, হরতালকে শান্তিপূর্ণভাবে সফল করতে সকল স্তরের জনগণকে সংহতি জানিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, সরকারের পক্ষ থেকে দাবিগুলোর প্রতি দ্রুত ইতিবাচক সাড়া মিলবে এবং পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।