এডিশন ডেস্কঃ
বাঘারপাড়া উপজেলায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন তরুণ বিজ্ঞ আইনজীবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সহসভাপতি মাওলানা ওলিয়ার রহমান, সেক্রেটারি প্রভাষক মাওলানা ফজলুল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন বলেন, “ইসলামী শ্রমিক আন্দোলন কেবল শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন নয়; এটি সমাজে ন্যায়ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার এক অবিচ্ছেদ্য অংশ। শ্রমিক শ্রেণির ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বর্তমান বৈষম্যপূর্ণ ব্যবস্থার পরিবর্তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নেমেছে। আল্লাহর দেওয়া ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
এর আগে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলার সভাপতি মো: মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আইয়ুব হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শুরু হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যশোর-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী।