এডিশন ডেস্কঃ
খুলনার দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে দিঘলিয়া উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র কোরআন শরিফ অবমাননার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসী, ব্যবসায়ী, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল যে জঘন্যভাবে পবিত্র কোরআন শরিফ অবমাননা করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও ধর্মনিরপেক্ষ দেশ, এখানে কোনো ধর্ম বা ধর্মগ্রন্থের অবমাননা জনগণ কখনো মেনে নেবে না।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ ও সহনশীলতা বজায় রাখতে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি হেদায়েতুল্লাহ সাহেব, হাফেজ সাইফুল্লাহ, মোল্লা মাকসুদুল ইসলাম, মুফতি বেল্লাল হোসেন, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা দেলোয়ার আজাদী, তৈয়েব মোল্লা প্রমুখ। বক্তারা ঐক্যবদ্ধভাবে বলেন, “আমরা শান্তি চাই, কিন্তু ধর্ম অবমাননা সহ্য করব না।”
অনুষ্ঠানে উপস্থিত জনতার একটাই দাবি অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্মীয় মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।