এডিশন ডেস্কঃ
নরসিংদী শহরের ব্যস্ততম সড়কগুলোর একটি সুতাপট্টির মোড় থেকে বাজিরমোড় পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরেই ছিল ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী। এতে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ, বিশেষ করে অফিসগামী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। তবে অবশেষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সেই সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে, যা এখন পূর্ণ উদ্যমে চলছে।
রাস্তার একাধিক স্থানে নতুন করে পিচ ঢালাই, ড্রেন পরিষ্কার ও খোয়া বিছানোর কাজ দেখা গেছে। কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে যাতে দ্রুত সড়কটি চালু করা যায়।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কাজের অগ্রগতি সন্তোষজনক এবং খুব শিগগিরই পুরো রাস্তার সংস্কার কাজ শেষ হবে। তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সড়কটি যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা সম্ভব হবে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে যানজট ও ধুলাবালিতে চলাচল কষ্টকর হয়ে পড়েছিল। এখন সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির বাতাস বইছে। তারা দ্রুত কাজ শেষ করে সড়কটি সম্পূর্ণ চালু করার দাবি জানিয়েছেন।
প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “আমরা দিন-রাত কাজ করছি। আবহাওয়া অনুকূলে থাকলে কয়েক দিনের মধ্যেই রাস্তা পুরোপুরি সংস্কার শেষ হবে।”
সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলে এই পথে নরসিংদী শহরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে, এমনটাই আশা করছেন স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা।