এডিশন ডেস্কঃ
নরসিংদী রেলস্টেশনের বাহিরে আজ ১১ অক্টোবর ভোরে হঠাৎ করে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা স্থানীয়দের তথ্যমতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ফলের দোকানগুলোতে। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুটি ফলের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধান চলছে।