এডিশন ডেস্কঃ
নরসিংদীতে সারাদিনের টানা বৃষ্টিতেও থেমে নেই ট্রেনযাত্রীদের অপেক্ষা। সকালে ঝুমবৃষ্টি নামলেও নিত্যদিনের মতোই যাত্রীরা ভিড় জমিয়েছেন নরসিংদী রেলস্টেশনে। কেউ অফিসগামী, কেউবা দূরপাল্লার ট্রেনের যাত্রী—সবাই বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন কাঙ্ক্ষিত ট্রেনের আশায়।
স্টেশনের ছাউনির নিচে ভিজে মাটি আর বৃষ্টির ছাঁটে অনেকে ছাতা বা প্লাস্টিক নিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। ভেজা প্ল্যাটফর্মে পা পিছলে পড়ার ভয় থাকলেও কারও মুখে ছিল না বিরক্তির ছাপ; বরং সবাই অপেক্ষা করছিলেন গন্তব্যে পৌঁছানোর প্রত্যাশায়।
স্টেশন মাস্টার জানান, বৃষ্টির কারণে কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্টেশন এলাকায় অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।
একজন যাত্রী বলেন, “বৃষ্টি আমাদের থামাতে পারবে না, কাজে তো যেতেই হবে।”
বৃষ্টিভেজা সকালে নরসিংদী স্টেশন যেন এক ব্যস্ত অথচ শান্ত চিত্র—ছুটে চলা ট্রেন, ছাউনির নিচে অপেক্ষমান যাত্রী আর অবিরাম ঝরতে থাকা বৃষ্টির ফোঁটা—সব মিলিয়ে এক অনন্য দৃশ্য তৈরি করেছে।