এডিশন ডেস্কঃ
বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত তিনটার দিকে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে বারাশিয়া এলাকার মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেন (৩৫)-কে মনির শেখের বাড়ির ছাদ থেকে আটক করা হয়। অভিযানকালে মনির শেখের হেফাজত থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা, মাদক বিক্রির ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অন্যদিকে রাসেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
ঘটনার পর ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্নেহাশিস দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা মাদকসহ দুইজনকে আটক করেছি। আটক দুজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।