খুলনা এডিশন:
‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষে ‘চোখের যত্ন নিন, দৃষ্টি রক্ষা করুণ’ এমন প্রতিপাদ্য নিয়ে যশোরের বেনাপোলে যশোর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের উদ্যোগে ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এর সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ করা হয়েছে।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং সাইটসেভার্স এর সহযোগিতায় বেনাপোলে দিনব্যাপি চলে চক্ষু চিকিৎসা। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্পে মোট ৬টি বুথে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১ টা থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ ক্যাম্পে বেনাপোল এবং আশ-পাশ এলাকা থেকে শত শত ছোট-বড় সকল বয়সের নারী-পুরুষ ভীড় জমায়। আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার তাদের নিজস্ব চিকিৎসক দ্বারা রোগীদের চক্ষু পরীক্ষা-নীরিক্ষা করে ওষুধ ও চশমা বিতরণ করেন। চিকিৎসা সেবা প্রদানের পূর্বে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান ।
দিনব্যাপি চক্ষু পরীক্ষায় যে সকল রোগীর চোখে লেন্স সংযোজন করতে হবে, তাদেরকে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং বাকী রোগীদেরকে কারও কারও ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। ব্যবস্থাপত্রের সাথে প্রতি রোগীকে একটি চক্ষু সুরক্ষাজনীত নির্দেশিকা প্রদান করা হয়েছে।
ক্যাম্প অনুষ্ঠানে সাইটসেভার্সের সদস্য এবং বেনাপোল ও শার্শা উপজেলার জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবকের একটি দল সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন।