এডিশন ডেস্কঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র একনিষ্ঠ কর্মী কালু শেখ ১১ অক্টোবর (শনিবার) বাদ ফজর ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামায়াতের একনিষ্ঠ কর্মী কালু শেখের জানাযা নামাজ বাদ জোহর তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, এবং সিরাজগঞ্জ-০১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম।
তিনি জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। এসময় উপস্থিত জানাজা নামাজ সকলের উদ্দেশ্যে কালু শেখের জন্য দোয়ার আহবান করেন।