এডিশন ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার পশ্চিম থানার ২৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় স্থানীয় এক মিলনায়তনে যুব সমাবেশ ও পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী এনায়েত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসনের নির্বাচন পরিচালক জনাব আব্দুর রহমান; মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ এস. এম. আহসান উল্লাহ; এবং মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও অবিভক্ত চকবাজার থানার সাবেক আমীর অধ্যক্ষ শেখ আবুল কাশেম।
থানা বায়তুলমাল সম্পাদক এবিএম সিদ্দিক ইব্রাহিমের সভাপতিত্বে এবং থানা সমাজকল্যাণ সম্পাদক ও কর্মপরিষদ সদস্য মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাসুম বিল্লাহ, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ২৮ উত্তর ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেন জসিম, যুবনেতা রহমত উল্লাহ অমি প্রমুখ।