খুলনা এডিশন::
গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবেশ দূষণকারী বিষাক্ত সিসা কারখানা বন্ধের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলা শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, উপজেলার খাগড়াবারিয়া এলাকার সোনাডাঙ্গা খাল সংলগ্ন এম এস মেটাল ইন্ডাস্ট্রি নামের একটি কারখানায় পুরনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছে। এতে নির্গত অ্যাসিড ও বিষাক্ত ধোঁয়ায় আশপাশের মানুষের জীবন নাজুক হয়ে পড়েছে। কারখানার ধোঁয়া ও বর্জ্য শুধু মানবস্বাস্থ্য নয়, কৃষিজমি ও পরিবেশের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, সিসা কারখানার কারণে আশপাশের তিন কিলোমিটার এলাকার ফসল নষ্ট হচ্ছে, ধান চিটা হয়ে যাচ্ছে এবং গাছপালা শুকিয়ে যাচ্ছে। শিশুসহ বৃদ্ধরা শ্বাসকষ্ট, ত্বকের রোগ, মাথা ব্যথা ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান আপন। তিনি বলেন,
> “আমরা মুক্ত পরিবেশে বাঁচতে চাই। এই বিষাক্ত কারখানা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাব।”
এ সময় স্কুলছাত্রী চাঁদনী আক্তার বলেন,
> “অ্যাসিডের দুর্গন্ধ আর কালো ধোঁয়ায় আমাদের পড়ালেখা করা যায় না। প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছে অনেকে। আমরা এই দূষণ থেকে মুক্তি চাই।”
আরেক শিক্ষার্থী সিনথিয়া রহমান জানান,
> “কারখানার ধোঁয়া ও বর্জ্যে এলাকার বাতাস, পানি ও মাটি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এমনকি দূষিত পানি কুমার নদে ফেলায় চার ইউনিয়নের মানুষ চর্মরোগ ও শ্বাসকষ্টে ভুগছে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিষাক্ত সিসা কারখানার ক্ষতিকর প্রভাব নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।