এডিশন ডেস্কঃ
সারাদেশের ন্যায় রামপালে ও প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিনামূল্যে টাইফয়েড (টিসিভ) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।এই টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ দিন।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টায় রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন,সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমুখ।
ইউএনও তামান্না ফেরদৌস, এ টিকা নিতে প্রয়োজন হবে শুধু জন্ম নিবন্ধন সনদ। উপজেলার স্কুল ও টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩৯০২৭জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, এ টিকা প্রদাণ কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি সকল অভিভাবককে নিজ নিজ সন্তানের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।