এডিশন ডেস্কঃ
সারা দেশে কন্যাশিশুদের ওপর যৌন সহিংসতা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসেই অন্তত ৪০০ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ৪৩টি ছিল দলবদ্ধ ধর্ষণের ঘটনা।
এমন ভয়াবহ বাস্তবতার মধ্যেই পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এই দিবসে শিশুদের নিরাপত্তাহীনতা এবং অধিকার হরণের চিত্র আরও একবার সামনে এসেছে।
ধর্ষণ, হত্যা, যৌন হয়রানি, পাচার, অপহরণ ও বাল্যবিয়ের মতো অপরাধ কন্যাশিশুদের জীবনকে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ করে তুলছে। সম্প্রতি ধর্ষণের পর শিশু আছিয়াকে হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র বিক্ষোভের জন্ম দেয়। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার হয়ে শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে এবং কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে।
মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী বলেন, শিশুদের প্রতি সহিংসতার ঘটনাগুলো প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও মনিটর করার তাগিদ দেন।
বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র আইন করলেই হবে না, তার যথাযথ প্রয়োগ ও সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি শিশুদের জন্য একটি নিরাপদ ও সহনশীল সমাজ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।