খুলনা এডিশন::
সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ ১৩ আক্টোবর ২০২৫ তারিখ ভোর ৫ ঘটিকা লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানে কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫), পিত আবু শেখ, সাং-তেলিগাতি, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-মাথাভাঙ্গা, থানা-লবণচরা, খুলনাকে গ্রেফতার করা হ গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১১৮৭ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার ক হয়েছে।
তার বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।