খুলনা এডিশন::
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন জুলাই গণঅভ্যুত্থানে বিপুল আত্মত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র যাত্রা শুরু করেছে, সেই গণতন্ত্র কে টেকসই করতে হবে। ভোটের ব্যবস্থা কে টেকসই করতে হবে, অর্থনীতি কে শক্তিশালী করতে হবে। দলমত নির্বিশেষে আগামীর বাংলাদেশ কে গড়তে হবে। তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা কে উচ্ছেদ করতে সমগ্র শক্তি যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনি দেশের গণতন্ত্র কে টেকসই ও প্রতিষ্ঠিত করার জন্য অভ্যুত্থানের সকল শক্তি কে নির্বাচনের আগে এবং পরে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি ১৩ অক্টোবর সোমবার বিকালে খুলনার পাইকগাছা পৌরসভা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছা উপজেলা ও পৌরসভা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন আরো বলেন শেখ হাসিনা আওয়ামী লীগ কে জুলুমবাজ, চাঁদাবাজ সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেখ হাসিনা প্রশাসন কে দলীয়করণ এবং পুলিশ কে বিরোধী দল দমন করার জন্য ঠ্যাঙাড়ে বাহিনী করেছে।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহণ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন যারা মানুষ হত্যা, খুন গুম এবং মানবতাবিরোধী অপরাধ করেছে এবং এই অপরাধের জন্য তারা যদি নিষিদ্ধ হয়, তাহলে তারা কেন নির্বাচনে যাবে। তিনি বলেন দেশের বিরুদ্ধে অবস্থান এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ৭৩ সালের নির্বাচনে একটি দলকে নির্বাচন করতে দেওয়া হয়নি। সেই নির্বাচন যদি অসুদ্ধ না হয়ে থাকে, তাহলে আওয়ামী ছাড়া নির্বাচন অসুদ্ধ হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভোট ব্যাংক বাড়ানোর জন্য আওয়ামী দুষ্কৃতকারীদের দলে ভিড়ানো যাবে না। ওদের ছাড়াই বিএনপি অনেক বেশি ভোটে জিতবে। তিনি এ ধরনের দুষ্কৃতকারীদের প্রশয় না দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। একই সাথে তিনি সকল অপকর্ম এবং গনবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকতে বলেন।
ড. আসাদুজ্জামান জামায়াতকে উদ্দেশ্য করে বলেন একটি দল পিআর পিআর করছে। এরা হয় পিআর বোঝেনা, না হয় এরা আসলে পিআর চাই না। তিনি বলেন ইহুদিদের কাছে পিআর সবচেয়ে বেশি পছন্দের।
আমেরিকা, যুক্তরাজ্য এমনকি পার্শ্ববর্তী ভারতে পিআর নাই এবং এর সাথে জনগণের কোন সম্পর্ক নাই উল্লেখ তিনি বলেন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ নির্বাচনের আগে এবং পরে পিআর মেনে নেবে না।
পিআর এর নামে একটি দল ঝামেলা তৈরি করছে এবং ফ্যাসিস্ট দোসরদের সাথে হাত মিলিয়ে নির্বাচন পিছিয়ে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সবাই সতর্ক থাকতে হবে বলে তিনি জানান।
উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জমান মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাজিমুজ্জামান জনি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। বক্তব্য রাখেন যুবদল নেতা জিএম রুস্তম, ইমরান হোসেন সরদার ও জিএম আনোয়ারুল ইসলাম।