এডিশন ডেস্কঃ
বাগেরহাট সদর উপজেলার ৫নং বারুইপাড়া ইউনিয়নে রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা। “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ কর্মীসভায় অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ মলঙ্গী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাসুদ, সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক ও সাংগঠনিক সম্পাদক শেখ ইশারাত।
এ সময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। বারুইপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব পদে মোট এগারো জন মনোনীত হন।
তবে কর্মীদের মধ্যে বিশেষ আলোচনায় উঠে আসেন তরুণ ও রাজপথের নির্ভীক কর্মী শেখ আহাদুজ্জামান আহাদ। তিনি দীর্ঘদিন ধরে দলের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং একাধিক হামলার শিকার হয়েও দলের প্রতি তাঁর অগাধ নিষ্ঠা ও আনুগত্য বজায় রেখেছেন।
আহাদুজ্জামান আহাদ কর্মীসভায় বিশাল মিছিল নিয়ে অংশ নেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে। তাঁর সমর্থকরা জানান, দলের প্রতি আত্মত্যাগ, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং রাজনৈতিক বিচক্ষণতায় তিনি সদস্য সচিব পদে অন্যতম যোগ্য প্রার্থী।
সভায় জেলা নেতৃবৃন্দ বলেন,
> “দলের জন্য যাঁরা আত্মত্যাগী, যাঁরা রাজপথে ছিলেন, তাঁরাই নেতৃত্বে আসবেন।”
তরুণদের অংশগ্রহণে এ কর্মীসভা বারুইপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।