এডিশন ডেস্কঃ
নরসিংদীতে স্থগিত হওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৫–এর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবার মহাসমারোহে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর, শনিবার দুপুরে।
নৌকা বাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে হাজীপুর থেকে সদর মেঘনা সেতু পর্যন্ত দীর্ঘ নদীপথে। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান করছেন নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি জানান, “২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ অক্টোবর নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। নতুন জেলা প্রশাসকের উদ্যোগে এবারের আয়োজন আরও বৃহৎ পরিসরে করা হচ্ছে।”
উল্লেখ্য, পূর্ববর্তী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর আকস্মিক বদলির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। পরে নতুন জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর নৌকা বাইচের প্রস্তুতি পুনরায় শুরু হয়।
জানা গেছে, এবারের প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের অসংখ্য নৌকা দল অংশ নেবে। ইতিমধ্যে নদীপাড় জুড়ে সাজ সাজ রব, চলছে বাঁশের কাঠামো তৈরির কাজ, বাজছে ঢাক-ঢোল। স্থানীয়রা বলছেন, “প্রতিবছরের মতো এবারও মেঘনার পাড় জমে উঠবে উৎসবমুখর পরিবেশে।”
নরসিংদীর ঐতিহ্যবাহী এই নৌকা বাইচকে ঘিরে সারা জেলার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। আয়োজনের দিন হাজারো দর্শকের ঢল নামবে মেঘনা নদীর তীরে—এমনটাই আশা আয়োজকদের।