এডিশন ডেস্কঃ
২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবীতে শিক্ষকরা ঢাকা শহীদ মিনারে জড় হয়েছেন। আর সেই আন্দোলনের অংশ হিসেবে সারা দেশব্যাপি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে দেশের এম পি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা। তারই অংশ হিসেবে বাগেরহাটের শরনখোলায়ও বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হচ্ছে।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায় যে,তারা কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে।
শরনখোলার মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক,শরনখোলা মহিলা দাখিল মাদ্রাসার সহ সুপারিন্টেডেন্ট মোঃ ইস্তিয়াক হোসেন জানান যে, শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে তারা পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত শরনখোলার সকল মাদ্রাসায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে।
শরনখোলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি,রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া জানান, আগামী ১৪ ও ১৫ অক্টোবর শরনখোলার এমপিও ভুক্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তিনি আরও জানান,আগামীকাল সকাল ১১ টার সময় শরনখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় আন্দোলনের সমর্থনে শরনখোলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।