সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ বলেছেন, খেলাধুলা ব্যায়াম মানুষকে শৃঙ্খলিত করে তোলে। ধৈর্যশীল হিসেবে প্রতিষ্ঠিত করে। মানুষকে সম্মান দিতে শেখায়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে তালা উপেজলা পরিষদ হল রুমে ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সত্যিকারের সাহস হতে। খেলাধুলা করলে শরীর এবং মন উভয় ভালো থাকে।
তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ওসি মোঃ মাইনউদ্দিন, পাটকেলঘাটা থানার ওসি শেখ শাহিনুর রহমান, কৃষি অফিসার হাজিরা খাতুন, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস ,উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম,তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম,একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, তালা উপ-সহকারী প্রকৌশলী কৌশিক রায় সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার তালায় ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রী ড়া সামগ্রী বিতরণ করা হয়।