খুলনা এডিশন::
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ‘জেলেখালি ভাই ভাই সংঘ’-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শ্যামনগর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন মহোদয়াকে সমাজসেবায় সহযোগিতা ও মানবিক উদ্যোগে অনুপ্রেরণাদায়ক ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সম্মাননা ক্রেস্ট প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ কৃষ্ণ পদ পরমান্য (সার্ভেয়ার)। তিনি বলেন,
“জেলেখালি ভাই ভাই সংঘ শুধু একটি সংগঠন নয়— এটি মানবিকতার এক আলোকবর্তিকা। দুই দশক ধরে আমরা সমাজকল্যাণ, দরিদ্র সহায়তা, শিক্ষা উন্নয়ন ও নানাবিধ মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে রয়েছি। এই অর্জন আমাদের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের।”
সম্মাননা গ্রহণ শেষে ইউএনও মোছাঃ রনি খাতুন বলেন,
“জেলেখালি ভাই ভাই সংঘের ২০ বছর পূর্তি নিঃসন্দেহে একটি গর্বের অর্জন। সমাজের তরুণ প্রজন্ম যখন ইতিবাচক উদ্যোগে সামনে আসে, তখন সমাজ এগিয়ে যায়। প্রশাসন সর্বদা এমন গঠনমূলক ও মানবিক কর্মকাণ্ডের পাশে থাকবে।”
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ কৃষ্ণ পদ পরমান্য (সার্ভেয়ার) আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তপন কুমার বিশ্বাস,মুন্সিগঞ্জ ইউপি সদস্যা ও সংগঠনটির
উপদেষ্টা নিপা রানী চক্রবর্তী ও সিনিয়র সদস্য মোঃ আব্দুর রশিদ