এডিশন ডেস্কঃ
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ খালিদ হাসান নয়নের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতেছে একটি কুচক্রী মহল। সম্প্রতি দুর্নীতি অনিয়মের অভিযোগে বদলী হওয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব কে তালায় আবারো বহাল রাখতে ব্যর্থ হয়ে ঐ মহলটি ডাঃ খালিদ হাসান নয়নের বিরুদ্ধে ভূয়া অভিযোগ তুলেছে।
জানাযায়, গত সপ্তাহে তালা হাসপাতালের আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন কে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। এটা স্বাস্থ্য অধিদপ্তরের একটি রুটিন বদলি আদেশ মাত্র। কিন্তু ডাঃ রাজীব সরদারের দোসর, পোষ্য সেই চক্র টি ডাঃ খালিদ হাসান নয়নের এই বদলীকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিভিন্ন পত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করেছেন। বদলীর আদেশের সঙ্গে কোনো তদন্ত প্রতিবেদন, অভিযোগপত্র কিংবা লিখিত প্রমাণ নেই।
প্রকৃতপক্ষে এটি “মাছ না পেয়ে ছিপে কামড়” এর ন্যায় ডাঃ রাজীব কে বহাল করতে না পারলে নয়ন কে থাকতে দেওয়া হবে না।
হাসপাতালের দায়িত্বশীল সুত্র এই বদলিকে ঘিরে ছড়ানো গুজব ও অপপ্রচারে বিস্ময় প্রকাশ করেছেন।
তাদের দাবি, ডাঃ নয়ন দীর্ঘদিন তালা হাসপাতালে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। হাসপাতালে তাঁর উপস্থিতি, রোগী সেবা, ওয়ার্ড তদারকি, ওষুধ সরবরাহের স্বচ্ছতা নিশ্চিত করাসহ নানা কাজে তিনি ছিলেন অগ্রণী। তার বদলির খবরে যেমন সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, তেমনি একটি চক্র এতে উল্লসিত হয়ে উঠেছে, যারা হাসপাতালের পুরনো ‘চলমান অনিয়ম’ ফিরে পাওয়ার আশায় ছিল।
ডাঃ খালিদ হাসান নয়ন বলেন, “আমার বদলি একটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তবে যেভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি কখনোই কোনো অনৈতিক কাজে জড়িত ছিলাম না। এটি একধরনের মানসিক হয়রানি।”
তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার জানান,আমি নতুন এসেছি, তবে এটা স্বাস্থ্য অধিদপ্তরের একটি রুটিন বদলি, ডাঃ নয়নের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, আমার জানা নেই।
চিকিৎসককে অপবাদ দিয়ে সরিয়ে দেওয়ার পেছনে আসল উদ্দেশ্য কী? এভাবে দায়িত্ববান কর্মকর্তাদের টার্গেট করলে সরকারি হাসপাতালগুলোতে কে আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে আগ্রহী হবে?
সচেতন নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট চিকিৎসকরা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।