খুলনা এডিশন::
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে অভ্যর্থনা জানিয়েছেন পাইকগাছা বিএনপির নেতাকর্মীরা।
অভ্যর্থনা জানানোর লক্ষ্যে ১৫ অক্টোবর বুধবার বিকাল ৪ টার সময় শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় অবস্থান নেয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।
কয়রা উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে যাওয়ার পথে বিকাল সাড়ে ৪ টার দিকে জিরোপয়েন্ট পৌছায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এসময় এসএম এনামুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিজুল বারী হেলাল কে ফুলেল শুভেচ্ছা সহ প্রাণঢালা অভ্যর্থনা জানান। শুভেচ্ছা গ্রহণ শেষে কেন্দ্রীয় এ নেতা সহ পাইকগাছার শত শত নেতাকর্মীরা কয়রার সমাবেশে যান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিএনপি নেতা আমিনুর রহমান, সুজিত মন্ডল, আবুল বাশার বাচ্চু, আনোয়ারুল কাদীর, আব্দুল হাকিম সানা, হাবিবুর রহমান, আব্দুস সাত্তার, রাজিব নেওয়াজ, যুবদল নেতা ওবায়দুল্লাহ, ফয়সাল রাশেদ সনি, কিশোর মন্ডল ও ওবায়দুল্লাহ সরদার।