খুলনা এডিশন::
পাইকগাছার মাগুরা-দেলুটির দেড়’শ বিঘার আলোচিত গন চিংড়ি ঘের দখল চেষ্টা, মারপিট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যার পূর্বে দখল চেষ্টার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘের মালিকদের পক্ষে সিদ্দিক আলী থানায় লিখিত অভিযোগ করেছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্তরা হলেন দেলুটির রবি-বিষ্ণুপদ সরদার,শফিকুল সানা,আকবর সানা,কামরুল সরদার,অমল সরদার,মহসীন শিকারী,চেঁচুয়ার আকবর শেখ,জিরবুনিয়ার আমিরুল হাওলাদার,নোয়াই’র আলম সরদার, রশীদ মোড়ল সহ ২৫/৩০ জন স্থানীয় ও বহিরাগত ব্যক্তি।
থানায় অভিযোগকারী মোঃ সিদ্দিক আলী জানান,উপজেলার মাগুরা-দেলুটি মৌজায় বিআরএস ৫০৪,৫৪৮,৪১৯,১৬,৪৫০,২৯১সহ একাধিক খতিয়ানভুক্ত ২১২০,২১২১,২১২৫ সহ একাধিক দাগে অনুমান দেড়’শো বিঘা জমিতে একটি গন চিংড়ি ঘের রয়েছে।
যার জমির মালিক হলেন,খুলনা দৌলতপুর পাবলার জৈনক খন্দকার আব্দুল্লাহ, দেলুটির মজিদ সরদার,ইমান আলী শেখ, বিনয় কৃষ্ণ মন্ডল, অজিত কুমার,তরফ আলী সরদার সহ আরো অনেকে।
তিনি অভিযোগ করেন, পুর্বশত্রুতার জের ধরে হঠাৎ করে মঙ্গলবার সন্ধ্যার পুর্বে প্রতিপক্ষ রবি-বিষ্ণু গংরা বহিরাগত লোজজন নিয়ে এ চিংড়ি ঘেরটি দখলের চেষ্টা করে।
এ সময় বাঁধা দিলে তারা লাঠিসোটা দিয়ে আমাদের এলোপাতাড়ি মারপিট করে ঘেরে লুটপাট চালায়। এক পর্যায়ে ঘের মালিক পক্ষের লোকজন এগিয়ে এলে তারা চলে যেতে বাধ্য হয়।
এ ব্যাপারে থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন কোন পক্ষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য আলোচিত চিংড়ি ঘের টি দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ইতোপূর্বে একাধিকবার দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে। সর্বশেষ স্থানীয় জমির মালিকরা অনেকেই মিলে যৌথভাবে গন ঘের হিসেবে পরিচালনা করে আসছে।