খুলনা এডিশন::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-০১ (কালিয়াকৈর) কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর বাজারে উঠান বৈঠক ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর (বুধবার) বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শাহ আলম বকশী।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার জেলা সেক্রেটারি মো শফি উদ্দিন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক নেতৃত্ব চায়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়, সততা ও সেবাই হবে রাজনীতির মূল ভিত্তি। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও দেশকে একটি সৎ ও সুশাসিত পথে এগিয়ে নেওয়ার জন্য।
তিনি আরো বলেন,আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আমরা একসাথে এই যাত্রা শুরু করব ন্যায় ও উন্নয়নের পথে ইনশা আল্লাহ।
এসময় ঢালজোড়া ইউনিয়নের অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।