এডিশন ডেস্কঃ
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহেবাহার স্কুল মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বারুইপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধরন সম্পাদক মোঃ গোলাম রসুল শিমুল এছাড়া ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর সরদার ও সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক সোহান। এসময় আর উপস্থিত ছিলেন ইউনিয়ন বি এন পির সভাপতি শেখ মাসুদ, সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক, সাংগঠনিক সম্পাদক শেখ ইশারাত, আরও ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন সদর থানার তাতীদলের আহ্বায়ক শেখ লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
তারেক রহমানের সাক্ষাৎকারের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে স্থানীয় মানুষজন আগ্রহ ও ভালোবাসা প্রকাশ করেন। দীর্ঘদিন পর এভাবে উন্মুক্ত স্থানে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন হওয়ায় এলাকাজুড়ে এক প্রকার আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।