এডিশন ডেস্কঃ
‘পরিষ্কার হাত, জীবন নিরাপদ’ এবং ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বাগেরহাটেও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, জেলা বিএনপির সমন্নয়ক এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাওঃ রিজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ কিন্তু কার্যকর অভ্যাস, যা সংক্রমণ ও বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা গেলে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
দিবসটি উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও জনসমাগম স্থানে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে প্রচারণা চালান।