খুলনা এডিশন::
খুলনার পাইকগাছার দেলুটি নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
মৃত ব্যক্তির পকেট থেকে একটি মোবাইল, একটি প্লাস, ফোন চার্জার ও ব্লুটুথ এর একটি খাপ পাওয়া গেছে পুলিশ জানিয়েছে।
নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মোঃ সবুর হোসেন জানান সকাল ৭ টার দিকে উপজেলার জিরবুনিয়া স্লুইচ গেট সংলগ্ন দেলুটি নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন আমাদের কে খবর দেয়।
পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ টি উদ্ধার করে সব প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহটি ৩০/৩৫ বছর বয়সের একজন পুরুষ মানুষের। মৃত ব্যক্তির শরীরে কোন পোশাক ছিল না, তবে তার পরনে জিন্সের প্যান্ট ছিল এবং প্যান্টের পকেটে মোবাইল, প্লাস ও মোবাইল চার্জারের অংশ বিশেষ পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন নৌ পুলিশের এ কর্মকর্তা।