খুলনা এডিশন::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর ০১ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মওলানা জিএম রুহুল আমীন আগমন করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং নির্বাচনী আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জামিয়াতুল অলিজা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো রিয়াজুল করিম হাঃফিঃ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আল-আমিন খান, কালিয়াকৈর উপজেলার সহ-সভাপতি মুহা.আশরাফুল আলম সিকদার এছাড়াও আরও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে কাজ করতে চায়। দেশের টেকসই উন্নয়ন ও সফলতায় এবং ইসলামী মতাদর্শে রাস্ট্র পরিচালনা করতে চায়। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।