খুলনা এডিশন:
রাষ্ট্রকাঠামো মেরামত ও বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খান্দারপাড়া ইউনিয়নে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন,
> “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রের মৌলিক কাঠামো মেরামতের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার এবং রাষ্ট্রের সব অঙ্গ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মধ্যে রয়েছে—
জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, নির্বাচন কমিশনের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, সাংবাদিকতার স্বাধীনতা, কৃষক-শ্রমিক-ছাত্র-নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষাখাতে সংস্কার, এবং মানবাধিকার রক্ষা।
এছাড়া দফাগুলোর মধ্যে আরও উল্লেখ রয়েছে—
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ফিরিয়ে আনা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি রোধ, স্বাস্থ্যখাত ও শিক্ষাখাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ, নদী পুনরুদ্ধার, তরুণ সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা প্রভৃতি।
মিছিলে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু,
মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,
খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর আহমেদ, সাধারণ সম্পাদক এরশাদ হাওলাদার,
খান্দারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বিল্লাল শেখ, সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম শান্ত,
এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণমিছিলটি আয়োজন করে খান্দারপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।
মিছিলটি পরিচালনা করেন খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর আহমেদ।