এডিশন ডেস্কঃ
গোপালগঞ্জে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক নির্দেশিত ফায়ার ফাইটিং ম্যাসেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি এ প্রশিক্ষনের আয়োজন করে।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সরকারি কলেজের হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি শিপুল আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের বিএনসিসির প্লাটুন কমান্ডার মাহমুদ আলী খন্দকার। এ প্রশিক্ষনে ৭০ জন ক্যাডেট কোর অংশ নেন। এসময় তাদের কি কি ভাবে দুর্ঘটনা ঘটে এং তা কিভাবে প্রতিরোধ করতে হবে তার প্রশিক্ষণ দেয়া হয়।
গোপালগঞ্জ সরকারি কলেজের বিএনসিসির প্লাটুন কমান্ডার মাহমুদ আলী খন্দকার বলেন, আমাদের দেশে প্রায়শ নানা দূর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা থেকে সাধারন মানুষকে উদ্ধারসহ বিভিন্ন ধরনের সহযোগীতা দিতে হয। এজন্য আমাদের দক্ষ ক্যাডেট কোর গড়ে তুলতে হবে। এরই ধারাবাহিকতায় আজ প্রশিক্ষণ দেয়া হলো। এ প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ কোর গড়ে উঠবে।